মেসির জন্য সারারাত ঘুমাবো না : অভিনেত্রী পূজা

0
826

ব্রাজিল-আর্জেন্টিনা খেলা উৎসবমুখর পরিবেশ। আর এই খেলা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই সাধারন থেকে শুরু করে অভিনেতা, রাজনীতিবিদসহ কারোরই।

আর এই খেলা নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। পূজা জানান, নিয়মিত ফুটবল খেলা দেখেন সে। এমনকি মেসির কোন খেলায় মিস করেননা।

এবারের কোপা আমেরিকা আসরে তার প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। আর তাতে বেশ উচ্ছ্বসিত পূজা। শুটিংয়ের কোন শিডিউল না থাকায় বাবা-মাকে সঙ্গে নিয়ে বাসায় বসে ফাইনাল খেলা দেখবেন তিনি।

পূজা আরও বলেন, ‘আমি এবার আশাবাদী। মেসি তার জাদুতে ব্রাজিলকে হারিয়ে কাপ জিতবে। মেসি ও আর্জেন্টিনার জন্য শুভ কামনা ও অগ্রিম অভিনন্দন। ফাইনাল খেলা দেখা যাতে মিস না হয়, এ কারণে সারারাত ঘুমাবো না। ঘুমালে যদি ভোরে উঠতে না পারি! তাই খেলা শেষ করে তারপরই ঘুমাতে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here