প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেস টিস্যু কারখানার আগুন। ঢাকা, নারায়ণগঞ্জ এবং কোম্পানির নিজস্ব ফায়ার ইউনিটসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপপরিচালক সালাউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পুরোপুরি নিভে যায়নি।
আরও পড়ুন: ১ মাস বাড়লো আয়কর রিটার্ন জমার সময়
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা স্টেশন কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।
এর আগে সোমবার ভোর ৫টার দিকে উপজেলার মেঘনাঘাট ঝাউচর এলাকায় অবস্থিত কারখানাটিতে এই আগুন লাগে। টিস্যু কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে চারদিকে তা ছড়িয়ে পড়ে।