মাগুরা নিজনান্দুয়ালী মধ্যে পাড়া জামে মসজিদ এলাকায় শনিবার (৩ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে বালুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক উল্টে রবিন মোল্ল্যা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রবিন নিজনান্দুয়ালী গ্রামের গোলাম মোল্ল্যার ছেলে।
নিহতের চাচা বিল্লাল মোল্লা জানান, রবিন ও বন্ধুরা মিলে বালুবোঝাই নাটা গাড়ি নিয়ে আঠারোখাদা যাচ্ছিল। পথিমধ্যে নিজনান্দুয়ালী এলাকার মধ্য জামে মসজিদ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে নাটা গাড়ি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা বালু ও সিমেন্ট রবিনের শরীরের ওপর এসে পরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান,ওই ঘটনায় নাটা গাড়িকে আটক করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে
এনএইচ২৪/জেএ/২০২১