মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট আর নেই

0
1243

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (৪ অক্টোবর) এ খবর দিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, লার্স ভিকস নামের ওই কার্টুনিস্ট পুলিশের একটি গাড়িতে করে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে তাকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই পুলিশ অফিসারও নিহত হয়েছেন। আর ট্রাক ড্রাইভার আহত হয়েছেন।

মুহাম্মদ (সা.) এর কার্টুন আঁকার পর হত্যার হুমকি পেয়েছিলেন ভিকস। এরপর থেকেই পুলিশের নিরাপত্তায় ছিলেন এই কার্টুনিস্ট। ২০০৭ সালে ওই কার্টুন প্রকাশ করা হয়। এ ঘটনায় বিশ্বের মুসলিমরা ফুঁসে ওঠে। মুহাম্মদ (সা.) এর কোনও চিত্র বা ব্যঙ্গচিত্র আঁকাকে ধর্ম অবমাননা বলে মনে করে মুসলিমরা।

রোববারের (৩ অক্টোবর) ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভিকসের পার্টনার এই কার্টুনিস্ট নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here