মল্লিকার টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক

0
135
Newshunter24, Sirajganj, Türkiye, Love,

সিরাজগঞ্জের মেয়ে মল্লিকার (২২) জন্য তুরস্ক থেকে ছুটে এসেছেন মুস্তফা ফাইক (৩০)। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের সম্পর্ককে স্বীকৃতি জানাতেই তুরস্ক থেকে ছুটে এসেছেন তিনি। সোমবার (৪ নভেম্বর) রাতে মুসলিম রীতিতে বিয়ে করেন তারা।

জানা গেছে, মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী গ্রামের কামরুজ্জামান মানিকের মেয়ে। তিনি অর্নাস ৩য় বর্ষের ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী গ্রামে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর সোমবার রাতে মুসলিম রীতিতে মল্লিকাকে বিয়ে করেন তিনি।

আরও পড়ুন: শমী কায়সার গ্রেফতার

দুই পরিবারের সম্মতিতে এ বিয়ে হয়েছে জানিয়ে মল্লিকা বলেন, আমাকে ভালোবেসে মুস্তফা তুরস্ক থেকে বাংলাদেশে এসেছেন। আমি বলেছিলাম বাংলাদেশে এলে তাকে বিয়ে করবো। ধুমধাম আয়োজনে সেই বিয়ে সম্পন্ন হয়েছে। সুখ-দুঃখে আমরা সব সময় একসঙ্গে থাকবো। এ সময় মল্লিকা তার স্বামীর সঙ্গে তুরস্কে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে বলেন ভিসা প্রসেসিং হলেই চলে যাবো।

নিজেকে প্রকৌশলী দাবি করে তুরস্কের নাগরিক মুস্তফা ফাইক বলেন, আমি মল্লিকাকে বিয়ে করতে পেরে খুশি। আমি আমার ভালবাসার মানুষের জন্য এদেশে এসেছি। আমরা সারাজীবন একসঙ্গে থাকব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here