মরুভূমিতে আজো দাঁড়িয়ে আছে নবীজীকে (সা.) ছায়াদান কারী সেই গাছ!

0
848

আজ থেকে ১৫০০ বছর পূর্বে ৫৮২ খ্রিস্টাব্দে জর্ডানের মূরুভূমির অভ্যন্তরে সাফাঈ এলাকায় যে গাছটির নিচে সর্বশেষ মহানবী হযরত মুহাম্মদ (সা) বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি আজো দাঁড়িয়ে আছে।

ইংরেজিতে এ গাছকে বলা হয় The Blessed Tree জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন।

পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি। মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকেই গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে উঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে।

অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাঈ এলাকায় দণ্ডায়মান। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here