মন্ত্রিসভায় ২০২১-২২ অর্থবছরের বাজেট অনুমোদন

0
1154

মন্ত্রিসভায় একাদশ জাতীয় সংসদের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার (২ জুন) দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভার কক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। প্রতিবছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে, এতে বাজেট অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ মন্ত্রিসভার সদস্যরা এতে উপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।

বিকেল ৩টায় অর্থমন্ত্রী দেশের ৫০তম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

এবারের বাজেটের স্লোগান ‘জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here