মগবাজারে বিস্ফোরণের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস

0
1325

রাজধানীর মগবাজারে আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এই ঘটনার ৮ দিন পর পরিত্যাক্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস।

রমনা থানার টহলরত পুলিশ সদস্যরা রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধ্বংসস্তূপ থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেন।

সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্যাস নির্গমনের তথ্য নিশ্চিত করেন।

দায়িত্ব থাকা ফায়ার সার্ভিস সদরদপ্তরের স্টেশন অফিসার ইউনুস আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘সকালে পুলিশ সদস্যরা গ্যাস বের হওয়ার খবর আমাদেরকে জানান। এখনও দুর্ঘটনাকবলিত ভবনের ধ্বংসস্তূপ থেকে গ্যাস বের হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here