টানা বৃষ্টি শুরু হলেই ভোগান্তিতে পড়েন চট্টগ্রাম নগরবাসী। নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায়।
শনিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২১.২ মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অনেকেই পানিবন্দি হয়ে পড়েন।
জানা গেছে, আজ শনিবার সকালের বৃষ্টিতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা, মুরাদপুর, ২ নম্বর গেট, হামজারবাগ, মোহাম্মদপুর, শুলকবহর, হালিশহর, আগ্রাবাদ কে ব্লক, কাপাসগোলা, বাকলিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এনএইচ২৪/জেএস/২০২১