ব্রাজিলের মাটিতেই ব্রাজিলকে হারাতে চান মেসি

0
971

চলতি কোপা আমেরিকার এবারের আসরে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হরিয়ে শিরোপা নিতে চান মাসচেরানোর আর্জেন্টিনার বিশ্বসেরা ফুটবলার মেসি।

মেসি প্রথম আর্জেন্টাইন হিসেবে ৬টি কোপায় খেলেছেন। এবারের কোপায় মেসি করিয়েছেন ৫টি গোল। কোপা ফাইনালের আগে কিংবদন্তি তারকার সামনে রয়েছে আরও রেকর্ড ভাঙার হাতছানি। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ৩৪টি ম্যাচ খেলার নজির গড়বেন ফাইনালে।

এবারের কোপায় মেসি এখন পর্যন্ত গোল করেছেন ৬ ম্যাচে ৪টি। ছয়টি কোপা মিলিয়ে তার মোট গোল ১৩টি। আর চারটি গোল করলে তিনি দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করার নজির স্পর্শ করবেন।

এ ব্যাপারে মেসিকে বলেন, “কোনও ব্যক্তিগত রেকর্ড নয়। আমি একটা জিনিসই চাই। এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here