মহামারি করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে প্রায় প্রতিদিনই ভাঙছে অতীতের সংক্রমণের সকল রেকর্ড। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যেই করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ।
আর্ন্তজাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যমতে, সারাবিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়াতে সময় লেগেছিল এক বছরেরও বেশি। সেখানে পরের ১০ লাখ প্রাণহানি হয়েছে মাত্র ৩ মাসের ব্যবধানে।
করোনার প্রকোপ বাড়ছে গোটা বিশ্বেই। তবে ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোতে রীতিমতো এর বিস্ফোরণ ঘটেছে।
দৈনিক গড় মৃত্যুতে সবার ওপরে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এদিকে গত সোমবার করোনা সংক্রমণে নিজেদের পুরোনো সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের ২য় দেশ হিসেবে একদিনে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সেখানে।
মৃত্যুর ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশেও। সরকারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত এটাই ১ দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৮৪ জনে।
রয়টার্সের পরিসংখ্যান বলছে, ইউরোপীয় অঞ্চলের ৫১টি দেশে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি (প্রায় ১১ লাখ) করোনাজনিত প্রাণহানি হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, ইতালি ও জার্মানি- এই ৫ টি দেশেই ঘটেছে ইউরোপের ৬০% মৃত্যুর ঘটনা।
এনএইচ২৪/জেএ/২০২১