বিলাসবহুল গাড়ি কিনলেন বলিউড অভিনেত্রী কৃতি

0
447

সম্প্রতি বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন বলিউড অভিনেত্রী কৃতি স‌্যানন। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, কৃতি স্যানন নিজেই নিজেকে নতুন একটি গাড়ি উপহার দিয়েছেন, এ নিয়ে দারুণ খুশি তিনি। মূলত তিনি মার্সিডিস-মেব্যাচ জিএলএস ৬০০ মডেলের একটি নতুন গাড়ি কিনেছেন। এ গাড়ির মূল্য ২.৪৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ ৬ হাজার ৮০৩ টাকা)।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘‘কৃতি অভিনীত ‘মিমি’ সিনেমার সাফল্যের পর খুব আনন্দময় সময় পার করছেন এবং নিজেই নিজেকে নতুন গাড়ি ট্রিট দিতে চাচ্ছিলেন। অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়ে এসেছে।’’

কৃতি স্যানন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিমি’। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। সম্প্রতি আরো দুটি সিনেমার কাজ শেষ করেছেন কৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here