বান্দরবানে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জন নিহত

0
832

বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের উপজেলার লাইনঝিরিস্থ উপরের মোড়ে রোববার (১১ জুলাই) দুপুরে ট্রাকের নিচে চাপা পড়ে এক পরিবারের দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। শিশুসহ আহত হয়েছে আরও ৪ জন।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ৪ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশ জানায়, জেলার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রুপসী দাশসহ এক পরিবারের ৫ জন মাহিন্দ্রা গাড়িযোগে চকরিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় মাহিন্দ্রাটি সড়কের লাইনঝিরি পৌঁছেলে যাত্রীরা গাড়ি থেকে নেমে আসে। তখন বিপরীতদিক থেকে ছেড়ে আসা বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে উল্টে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here