বাগেরহাটে করোনা টিকা নিতে প্রচন্ড ভিড়

0
353

বাগেরহাট সদর হাসপাতালে করোনা টিকা নিতে আসা মানুষের প্রচন্ড ভিড় লক্ষ করা গেছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সী মানুষ। নারী ও বৃদ্ধরা পড়েছে বিড়ম্বনায়। কেউ কেউ ছাতা নিয়ে, আবার কেউ হাতের ব্যাগ মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন রোদের মধ্য।

ভ্যাকসিন নিতে আসা মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। সোমবার (১২ জুলাই) দুপুর ১২টায় বাগেরহাট সদর হাসপাতালসংলগ্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালের সামনে এ চিত্র দেখা যায়।

টিকা নিতে আসা ব্যক্তিরা বলছেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও টিকা নেওয়া সম্ভব হচ্ছে না। এখানে বসার জায়গা নেই, প্রচুর রোদে দাঁড়িয়ে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। একটু পানির ব্যবস্থা নেই এখানে। আবার স্বাস্থ্যবিধিও মানছে না কেউ।

বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শরিফুল ইসলাম জুয়েল বলেন, টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে আমরা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছি। প্রতিদিন প্রচুর লোক আসে, আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, প্রতিদিন ৪০০ মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে। আমরা চারশ’ মানুষকেই ম্যাসেজ দিয়েছি। কিন্তু ম্যাসেজ না পেয়েও কিছু মানুষ ভুলে এসেছে। আমরা তাদের না আসতে অনুরোধ করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here