বলিউড থেকে নির্মিত হবে সাকিবের বায়োপিক

0
1112

তারকাদের বায়োপিক নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় এবার দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা। গত ২০ মার্চ রাতে সাকিব নিজেই এক ফেসবুক লাইভে এসে এ খবর জানান।

সাকিব বায়োপিকের ব্যাপারে কথা বলেন। জানান, শুধু তাই নয়, করোনার প্রভাব না থাকলে এতদিনে সিনেমাটির কাজও শুরু হয়ে যেত।

এদিকে বেশ কিছু সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ছবিটি বাংলাদেশ থেকে নয়, নির্মিত হবে মুম্বাই অর্থাৎ বলিউড থেকে। আন্তর্জাতিক মান বজায় রেখে এ ছবিটি নির্মাণ করবেন বলিউডেরই কোনো নামি পরিচালক। তবে সাকিবের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেতাকেই।

জানা গেছে, চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত হতে পারেন সাকিব নিজেও। আপাতত চলছে ছবিটির প্রস্তুতি। লেখা শুরু হয়েছে চিত্রনাট্য। এজন্য সাকিব আল হাসানের নানা তথ্য অনুসন্ধান করছে টিম।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here