মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৪৯ জনে। শনাক্ত হয়েছে আরও ৭১০ জন। শনাক্তের হার ৩৮.৬৭ শতাংশ। মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ১০৯।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত রোববারের (১১ জুলাই) সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পিরোজপুরে দুইজন, পটুয়াখালী, ঝালকাঠি ও বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১জন করে ও করোনার উপসর্গ নিয়ে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৮জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরচিালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় এক হাজার ৮৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় ৪০৭ নমুনা পরীক্ষা করে ২১১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫১.৮৪ শতাংশ।
ভোলা জেলায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৯৫ শতাংশ। পিরোজপুর জেলায় ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬০জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৯০ শতাংশ। ঝালকাঠি জেলায় ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯০জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৫১ শতাংশ। ঝালকাঠি জেলায় ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৫১ শতাংশ।