মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় বগুড়ায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২৪৬ জনের।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার (২০ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।
তিনি জানান, মারা যাওয়া ১৬ জনের মধ্যে ২ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ ছিলো ১৪ জনের। ২৪ ঘণ্টায় জেলায় ৯৩৩ নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৪৬ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২৬.৩৬ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৯২ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৩২ জন। মারা গেছেন ৫১৬ জন।