মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রোববার (১১ জুলাই) বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। শনাক্ত হয়েছে ১৮৩ জনের। সুস্থ হয়েছেন ৮৫ জন।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৪৮৭টি নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রন্তের হার ৩৭.৫৭ শতাংশ। মারা গেছেন ৪৬৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭০৫ জন।