ভুলে যাওয়া সম্ভবত পুরুষদের একটি জন্মগত স্বভাব। শতকরা ৯০ ভাগ পুরুষেরই এই স্বভাব রয়েছে। তবে তারা বেশিরভাগ সময়ই বউয়ের সাথে সর্ম্পকিত বিষয়গুলো ভুলে যায়। যেমন ধরেন- বউয়ের জন্মদিন, মেরিজডে, ভ্যালেন্টাইন ডে ইত্যাদি।
তবে এর কারণে দ্বিগুন মাশুল ও দিতে হয় সেই পুরুষকে। কথায় আছে, বউয়ের জন্মদিন মনে থাকে না তাহলে শুধুমাত্র একবার ভুলে দেখুন! বাকি জীবন মনে রাখার ব্যবস্থা বউ নিজেই করে দেবে।
আসলে বিবাহিত পুরুষ মাত্রই জানেন বউয়ের জন্মদিন ভুলে যাওয়ার প্যারা। তবে বউয়ের জন্মদিন ভোলার অপরাধে যদি আদালতে গিয়ে জরিমানা গুনতে হয় তাহলে সেটা বাড়াবাড়ি মনে হতেই পারে।
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সামোয়ার বাসিন্দাদের এই শাস্তিই পেতে হয়। বউয়ের জন্মদিন ভুলে যাওয়া সে দেশটিতে দণ্ডনীয় অপরাধ! আর সেই অপরাধে আদালতে গিয়ে জরিমানা দিতে হবে এবং সেই জরিমানার অর্থও যাবে আপনার স্ত্রীর হাতে!