মহামারি করোনাকালে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান শিকদার মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ জন মারা গেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৩৫৮ জন সুস্থ হয়েছেন। হাসপাতালেও আইসলোশনে আছেন ৪৩ জন। সর্বশেষ ২২ জুলাই অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক আবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।