মহামারি করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১২ জনের। শনাক্ত হয়েছে ১৯৪ জনের। শনাক্তের হার ৫২.৪৩ শতাংশ।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান সোমবার (৫ জুলাই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৭০টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে ১৯৪ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬২২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬৭ জন। আর এ পর্যন্ত মারা গেছেন ২৩২ জন।