প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কামরুল হাসান হিমেল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক আইডি, মোবাইল ফোন, সিমকার্ড, ফেক ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম টিমের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তার হিমেল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসারের নিজস্ব ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ফেক ফেসবুক আইডি খুলে বিভিন্ন পেশার মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট প্রেরণ করে পরিচিত হতেন। এরপর তাদের চাকরির প্রলোভন, চাকরিজীবীদের ভালো জায়গায় পোস্টিং ও সরকারি কোয়াটার্স দেয়ার কথা বলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।
অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।