পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

0
55
road accident

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) দিনগত রাতে পূর্ব মেদিনীপুর জেলার ভান্ডারবেড়িয়া এলাকায় জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে একটি প্রাইভেটকার দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন সাইকেল আরোহীকে পরপর ধাক্কা দেয়। এরপর সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লেগে নয়নজুলি নদীতে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

তমলুক থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি শনিবার গভীর রাতে ঘটেছে। ১১৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে গাড়িটি দিঘার দিকে যাচ্ছিল। পরপর কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলি নদীতে পড়ে যায়। আহতদের স্থানীয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরদেহগুলো উদ্ধার করে এরই মধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গাড়িটি উদ্ধার করে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here