গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ। শনিবার (৫ জুন) পলাশবাড়ী এস এম পাইলট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলডিডিপি সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে পলাশবাড়ী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
পলাশবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন এর সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আ`লীগ সভাপতি আবু বকর প্রধান,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
বক্তরা প্রাণীসম্পদ রক্ষা, পর্যবেক্ষণ পশুপালনকারি খামারিদের পর্যাপ্ত সুযোগ সুবিধাসহ নানাবিধ পরামর্শ প্রদান করেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন, স্টল পরিদর্শন শেষে বড় প্রাণী, ছোট প্রাণী, পোল্ট্রি পোষ্য প্রাণী ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন।
এনএইচ২৪/জেএস/২০২১