পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

0
92
newshunter24, Ministry of Foreign Affairs, Vikram Mishri, Md. Touhid Hossain,

আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এরপর বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শেষে বিকেল ৩টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিশ্রি। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্র সচিব হওয়ার মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি।

আরও পড়ুন: নৌবাহিনীতে চাকরি, এসএসসি পাসেই আবেদন

সফরের শুরুর কর্মসূচিতে সচিব পর্যায়ের বৈঠকে দিল্লির নেতৃত্ব দিতে পদ্মায় আসেন মিশ্রি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন তাকে স্বাগত জানান। পরে দুই পররাষ্ট্র সচিব একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করেন। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ। প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় বৈঠক মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয়।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যাবেন ভারতের পররাষ্ট্র সচিব। আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here