নোয়াখালীতে জুয়ার আসর থেকে সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৮

0
1042

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের সাধুরখিলের পাল বাড়ি সংলগ্ন জামাল মিয়ার ঘর থেকে সোমবার (২৮ জুন) ভোরে নোয়াখলা ইউনিয়নের দুই সাবেক ইউপি সদস্যসহ আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৩৯ হাজার ২২৫ টাকা ও ১১ প্যাকেট তাস জব্দ করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনেয়ারুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) হাফেজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ ৮ জনকে গ্রেপ্তার করেন।

সোমবার দুপুরে মামলার পর গ্রেফতারদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here