নোবিপ্রবি‘র পরীক্ষার ফি ৫০ শতাংশ মওকুফ

0
1291

মহামারি করোনার সংক্রমণের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের চলমান টার্ম ফাইনাল পরীক্ষার ফি ৫০ শতাংশ মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবিপ্রবির ৫৩তম রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের বিভিন্ন টার্মের পরীক্ষার ফি ৫০ শতাংশ কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চলমান বর্ষ-১ টার্ম-১, বর্ষ ২ টার্ম-১, বর্ষ-৩ টার্ম-১, বর্ষ -৪ টার্ম-১ ও মাস্টার্সের বিভিন্ন টার্মের শিক্ষার্থীরা ৫০ শতাংশ কমে পরীক্ষার ফি দিতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here