সকলের পরিচিত ও এ সময়ের জনপ্রিয় শিল্পী নেহা কক্কর। ২০০৬ সালে টেলিভিশন অনুষ্ঠান ইন্ডিয়ান আইডলে অংশগ্রহনের পর নেহাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন সেই নেহাই গানের পাখি নামে পরিচিত।
রোববার (৬ জুন) ৩৩ বছরে পা রাখেন নেহা। তার জন্মদিনে শুভেচ্ছা র্বাতায় ভরিয়ে তুলে তার ভক্তরা।
এমনই এক জন্মদিনে বোনের প্রকৃত জীবনকথা সামনে এনেছিলেন নেহা কক্করের ভাই টনি কক্কর। প্রকাশ করেছিলেন অজানা এক সত্যি যা শুনার পর আতকে উঠেছিল নেহা ভক্তরা।
টনি বলেছিলেন, কক্কর পরিবারের অবাঞ্ছিত সন্তান নেহা! গর্ভপাত করে নেহাকে মেরে ফেলতে চেয়েছিলেন তাদের মা-বাবা।
এনএইচ২৪/জেএস/২০২১