নিজের বিয়েতে অনলাইনে লুডু খেলায় ব্যস্ত হয়ে পড়েছেন বর। ভারতে ঘটে যাওয়া এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল হওয়া ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিয়েছেন একজন ব্যবহারকারী। সেই ছবিতেই দেখা যায়, সামনে চলছে বিয়ে। টোপর মাথায় বরের সামনে পালন করা হচ্ছে বিয়ের নিয়ম। আর বর পিছনের দিক দিয়ে লুকিয়ে লুডু খেলছেন।
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আরএফএল
মুসকান নামের হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ছবির ক্যাপশনে লেখা, ‘ভাইয়ের জীবনের গুরুত্ব কিন্তু একেবারে পরিষ্কার’।
এক্সে পোস্ট করা ছবিটি ৪ লাখ ৬৫ হাজার ব্যবহাকারী দেখেছেন। ছবিতে বরের এই কাণ্ড দেখে অনেকে মজার মজার মন্তব্য করেছেন। ছবির নিচে মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই তার নিজের কাজকেই অগ্রাধিকার দিচ্ছেন।’