এসময়ের সবচেয়ে সমলোচিত ও শোবিজ অঙ্গনের পরিচিত মুখ মডেল-অভিনেত্রী সানাই মাহবুব।
বরাবরই সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকতে দেখা গেছে তাকে। কিন্তু বিভিন্ন সময়ে তিনি তার একাধিক ফেসবুক আইডি ও পেজ হারিয়েছেন। এখন পড়েছেন নতুন বিড়ম্বনায়। কারণ ফেসবুকে তার নামে নতুন কোনো আইডি খুলতে পারছেন না।
সানাই মাহবুব বলেন, ‘এ পর্যন্ত বেশ কয়েকটি ফেসবুক আইডি হারিয়েছি। এখন নতুন করে আমার নামে ফেসবুক আইডি খুলতে পারছি না। আমার নামে আইডি নিচ্ছে না ফেসবুক। এদিকে বেশকিছু ফেক আইডি আছে আমার নামে। এ নিয়ে যন্ত্রণায় আছি।
সানাই বর্তমানে নিজ এলাকা রংপুরে আছেন। সেখানে বাড়ি নির্মাণ করছেন তিনি। বাড়ির কাজ শেষ করে ঢাকায় ফিরবেন।
এনএইচ২৪/জেএস/২০২১