নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

0
379

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া-নওগাঁ বিশ্বরোডের ধনপাড়া এলাকায় মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ শহর থেকে যাত্রী নিয়ে আত্রাই উপজেলার বান্দাইখাড়ার জামালগঞ্জের মোড়ে যাচ্ছিল অটোরিকশাটি। অপরদিকে জামালগঞ্জের মোড় থেকে ধান বোঝাই করে ট্রাক্টরটি রানীনগরের দিকে আসছিল। পথিমধ্যে বান্দাইখাড়া-নওগাঁ বিশ্বরোডের মিরাটের ধনপাড়া এলাকায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী তুহিন ঘটনাস্থলেই মারা যান।

এ সময় অপর যাত্রী রাজু আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি জব্দ এবং মরদেহ উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here