সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। অনেকের ধারনা সেটি বোট ক্লাবের সেদিন রাতের ঘটনার ভিডিও।
এদিকে পরীমনি ভিডিওটিকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে সেদিন রাতের পুরো ভিডিও প্রকাশের দাবি জানিয়ে বলেন, ‘কয়েক সেকেন্ডের বিভ্রান্তিকর অস্পষ্ট ক্লিপ নয়, আমি পুরো ভিডিও চাই। শুরু থেকেই বলে আসছি, ক্লাবের ভেতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য। যদি কয়েক সেকেন্ড পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই পুরো ফুটেজ আছে। দয়া করে পুরো ফুটেজ প্রকাশ করুন।’
সংশ্লিষ্টদের অনুরোধ করে এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি চাই, সবাই সত্যটা জানুক- কী ঘটেছে সেই রাতে।’