দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে একটি চায়ের দোকান ঘরের ভেতর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. মামুন মিয়া। সে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।
বুধবার (২১ জুলাই) সকালে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে মেঝো থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত কিশোরের পিতা বাবুল মিয়া বালিউড়া বাজারে স্ত্রী সন্তান নিয়ে একটি দোকানঘর ভাড়া নিয়ে কাচামালের ব্যবসা করে আসছিলেন। গতকাল মঙ্গলবার রাত থেকে নিহতের মা তাকে খোঁযে পাচ্ছিলেন না। সকালে কিশোরের মৃতদেহ দেখে দোয়ারাবাজার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে দোকানঘরের মেঝো থেকে ঐ কিশোরের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। কেন কি কারণে কিশোরটি খুন হলো তা এখনো পুলিশ নিশ্চিত নয়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তিনিসহ পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে কি কারনে কিশোর মারা গেল বিষয়টি অনুসদ্ধান চলছে।