দোয়ারাবাজারে ডিবি পুলিশের অভিযানে চোরাকারবারী গ্রেপ্তার

0
421

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২০ বস্তা ইন্ডিয়ান চা-পাতাসহ আতিকুর রহমান আতিক নামে এক চোরাকারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।

দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে অপরাধীর নিজ বাড়ি থেকে ইন্ডিয়ান চাপাতাসহ আটক করা হয়। আটককৃত আতিকুর রহমান কলাউড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে ।

ডিবির কার্যালয় সুত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছিলো গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে অভিযান চালিয়ে আতিক নামে এক চোরাকারবারীকে আটকসহ ২০ বস্তা ইন্ডিায়ান চা-পাতা জব্ধ করা হয়। জব্ধকৃত চাপাতার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা।

আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডিবির এস আই শামীম আকঞ্জী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here