তিন ওয়ানডে খেলতে ১৪ দিনের বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা ক্রিকেট দল

0
1041

আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ৩ টি ম্যাচ খেলতে আগামী ১৬ মে থেকে দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে শ্রীলঙ্কার ক্রিকেট দল।

বুধবার (৫ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সফরের চূড়ান্ত দিনক্ষণ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা দল। শুরু হবে ৩ দিনের কোয়ারেন্টাইন, যা শেষ হবে ১৮ মে। ১৯ ও ২০ মে বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ২ দিনের অনুশীলন করবে লঙ্কানরা। পরের দিন বিকেএসপিতে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

২৩ মে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নামার আগের দিনও অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। ২৫ ও ২৮ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ। ২৯ মে দেশের উদ্দেশে রওনা হবে লঙ্কানরা।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here