তালেবানের আদেশে বরখাস্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী

0
733

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা হাতে নেয়ার পর থেকেই সব কিছু নিজেদের নিয়মে পরিচালনা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ শিনওয়ারিকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) কয়েকজনের একটি দল বোর্ড কার্যালয়ে ঢুকে পড়ে এবং প্রধান নির্বাহীর স্থলাভিষিক্ত নিয়োগের আদেশ দেয়।

শিনওয়ারির জায়গায় নিয়োগ পেয়েছেন নাসিবুল্লাহ খান। তিনিই নতুন প্রধান নির্বাহী।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) শিনওয়ারি ক্রিকবাজকে বলেন, ‘গতকাল আমি বরখাস্ত হয়েছি।’ জানা গেছে, তালেবান সরকারের অঙ্গীভূত হাক্কানি নেটওয়ার্কের লোকজন এই কাজটি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here