ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় মটরসাইকেল চালকের করুন মৃত্যু

0
1048

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় এক মটর সাইকেল চালক মিজান রহমান মিনু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

জানা যায়, বুধবার (৫মে) রাত ৮:১০ মিনিটে সদর উপজেলার ভুল্লি বোর্ড অফিস সংলগ্ন ‘তুষার‘ তেলের পাম্পের সামনে এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত, যুবক হলেন ঠাকুরগাঁও সদর উপজলার বডোবিস মাদারগঞ্জ গ্রামের এলাকার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে,পঞ্চগড় থেকে পাথর বোঝাই করা ১০ চাকা ট্রাকের সামনে দূত আসায় মটর সাইকেল আরোহিকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা জায়।তৎক্ষনাতৎ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে জায় ট্রাক। পরে লাসটি ঘটনাস্থল থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও হাইওয়ে পুলিশ এস আই মোঃ হাফিজ তিনি মুঠোফোনের মাধ্যমে জানান লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here