মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো টাঙ্গাইলবাসী। একই সময়ে এ জেলায় ২৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৫ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১২টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া নয়জন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ৪ জন ও ডেডিকেটেড করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে।