মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বৃহস্পতিবার (১৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে ২৭৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ৯৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তের হার ৩৩.৯৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩৯ জন।