‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গণপিটুনি খেলেন এক ব্যক্তি

0
82
Newshunter24, Jai Bangla, slogans, public beatings, surrender to the police, Awami League,

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান ও শেখ হাসিনা দেশে আবারও ফিরে আসবেন বলায় গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

রোববার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ওই ব্যক্তিকে আটক করে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন: হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, শেখ হাসিনা চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here