জন্মনিবন্ধন জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে ১২ সহস্রাধিক শিক্ষার্থী

0
1237

এস কে আশিক, বাংগরা, মুরাদনগর, কুমিল্লা

কুমিল্লা মুরাদনগর উপজেলায় জন্মনিবন্ধন জটিলতায় ২০৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২ হাজার ১৩৮ জন শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হতে যাচ্ছে। ফলে এসব শিক্ষার্থীর মধ্যে অনেকেই ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।

মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা মো.আবু তাহের জানান, উপজেলার ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি এবতেদায়ি মাদ্রাসার মধ্যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের আওতায় রয়েছে ৫৪ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী।

এদের মধ্যে ১২ হাজার ১৩৮ জন শিক্ষার্থী উপবৃত্তি কার্যক্রম থেকে বাতিল হচ্ছে। বাতিল হওয়ার কারণ হিসেবে তিনি জানান শিক্ষার্থীদের ভর্তিতে জন্মসনদ বাধ্যতামূলক করায় বিপাকে পড়তে হয়েছে অভিভাবকদের।

উপজেলায় সার্ভার জটিলতায় জন্মসনদ প্রদান কার্যক্রম ব্যাহত হওয়ায়, ইউনিয়ন তথ্য কেন্দ্রে বাবা-মার জন্মসনদ না থাকায় এবং ছাত্রের জন্ম নিবন্ধন সঠিক সময়ে না করায় প্রাথমিক বিদ্যালয়ের ১২ হাজার ১৩৮ জন শিক্ষার্থীর উপবৃত্তি কার্যক্রম আটকে আছে বলে জানা গেছে।

উক্ত বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিয়া আক্তার জানান, উপবৃত্তি থেকে কতজন শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে তার সঠিক তথ্য এ মুহূর্তে আমার হাতে নেই। তালিকাটি অফিসে আছে লকডাউনের কারণে সঠিক তথ্য দিতে পারছি না?

তিনি বলেন শুধু জন্মসনদের কারণেই যে শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে তেমন না? আরো অনেক কারণেও উপবৃত্তি পাওয়া থেকে বাতিল হচ্ছে। তবে শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের কাজ এখনো চলছে। যারা জন্ম সনদ দিতে পারেনি তারা জন্মসনদ জমা দিতে পারলে উপবৃত্তি পাওয়ার তালিকায় আসবে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here