চট্টগ্রামে ২৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

0
79
yaba drug chittagong news hunter 24

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে ২৭ লাখ টাকার ইয়াবাসহ মো. জিয়া উদ্দিন (৩৭) নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জিয়া উদ্দিন কক্সবাজার জেলার পেকুয়া থানার হরিনাবাড়ি এলাকার রশিদ আহমদের ছেলে।

শনিবার বিকেলে চকবাজার থানার ডিসি রোড এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

শরীফ উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারি জিয়া উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ২৭ লাখ ৩০ হাজার টাকা। জিয়া উদ্দিনের বিরুদ্ধে রামু, পেকুয়া, বগুড়া সদর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত মোট তিনটি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here