চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফেঁজারাম মহাজনের বাড়ি সংলগ্ন স্থানে রোববার (৬ জুন) বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুই জন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আফসার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ভানু শীল এবং লাকি দাশ।
তিনি জানান, রোববার দুপুরে প্রবল বৃষ্টিপাতের সময় বাড়ির পাশে কৃষিজমিতে কাজ করছিলেন ৫ জন নারী।
এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ২ জন ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ আব্দুল মোনায়েম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
এনএইচ২৪/জেএস/২০২১