গোপালগঞ্জে মতুয়া ধর্মকে কটাক্ষ করার প্রতিবাদে ও দোষীর শান্তির দাবীতে মানববন্ধন

0
317

গোপালগঞ্জে মতুয়া ধর্মকে কটাক্ষ করে মতুয়া ভক্তকে মারধর করার প্রতিবাদে ও দোষীর শাস্তির দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সমগ্র মতুয়া ভক্তবৃন্দ এ কর্মসূচীর আয়োজন করে।

রবিবার (১৮ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে মতুয়া ভক্ত ও এলাকাবাসী। মানববন্ধনে মতুয়া ধর্মকে কটাক্ষকারী অনিতোষ বালা দিপংককে গ্রেফতার করে শাস্তির দাবী জানানো হয়।

এ সময় বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস, কমলেশ বিশ্বাস, গনেশ কবিরাজ বক্তব্য রাখেন।

পরে মানববন্ধনের স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় অনিতোষ বালা দিপংক মতুয়া ধর্মকে কটাক্ষ করে বিভিন্ন কথা বলেন। এসময় গনেশ করিবার প্রতিবাদ করলে তাকে মারধর করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here