গোপালগঞ্জে গ্রাম্য ডাক্তারকে গলা কেটে হত্যার চেষ্টা

0
1109

গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে সন্তোষ বিশ্বাস নামে এক গ্রাম্য ডাক্তারের গলা কেটে হত্যা চেষ্টা করেছে শংকর পাটোয়ারী নামে এক বখাটে যুবক। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আহত সন্তোষ বিশ্বাস সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সতীশ বিশ্বাসের ছেলে। সে পেশায় একজন গ্রাম্য ডাক্তার। গ্রেপ্তারকৃত বখাটে যুবক শংকর পাটোয়ারী এই গ্রামের স্বপন পাটোয়ারীর ছেলে।

ওসি জানান, প্রতিবেশী স্বপন পাটোয়ারীর বখাটে ছেলে শংকর পাটোয়ারী সন্তোষ বিশ্বাসের গাছের আম পাড়ে। এ ঘটনাকে কেন্দ্র্র করে সে (সন্তোষ বিশ্বাস) শংকর পাটারীকে গালমন্দ করেন।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার গভীর রাতে শংকর পাটোয়ারী ঔষধ নেয়ার কথা বলে ওই গ্রাম্য ডাক্তারের বাড়ীতে এসে তাকে ডাক দিলে তিনি দরজা খুলে দেন। এ সময় শংকর পাটারী ধারালো ছুরি দিয়ে তার গলায় কোপ দিয়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী আহত সন্তোষ বিশ্বাসকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই বখাটে যুবক শংকর পাটোরীকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আহত সন্তোষ বিশ্বাস বলেন, রাতে ঔষধ নিয়ে দরজায় নক করে শংকর পাটোয়ারী। এসময় দরজা খুলে সে ভিতরে প্রবেশ করে আমার গলায় চুরি দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here