গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

0
105
Cylinder blust at gazipur newshunter24 bd news hunter

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), মো. রাব্বি (২০), মো. শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।

শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আরও পড়ুন: পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুর থেকে মধ্যরাতে ৪জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে তানজিলের ৩০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ, শামসুলের ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকে ভর্তি করা হয়েছে ও দুজনকে জরুরি বিভাগে অবজারভেশন রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here