খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪৩ জনের মৃত্যু

0
339

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৪ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার মঙ্গলবার (২০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭৪ জনের। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৭১২ জনের। মারা গেছেন ৫২৭ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৬ জন।

এছাড়া, বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের। মারা গেছেন ১১২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮২ জনের। মারা গেছেন ৮২ জন। যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৫ জনের, নড়াইলে ২৮ জনের, মাগুরায় ৬৪ জনের, ঝিনাইদহে ৭২ জনের, কুষ্টিয়ায় ৪২১ জনের, চুয়াডাঙ্গায় ৭৯ জনের, মেহেরপুরে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here