ভারতীয় টেলিভিশনের অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমে নীতিনের মৃত্যুর খবর নিশ্চিত করে তার বন্ধু কুলদীপ বলেন, নীতিনের বাবা ও বোনের ফোনে সকালেই মৃত্যুর বিষয়টি জানতে পারি। বাবা ও বোন নীতিনের মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছেন।
আরও পড়ুন: দেশে ফিরছেন বেবী নাজনীন
তিনি আরও বলেন, এ খবর শুনে আমি অবাক হয়েছি। কেননা আগামী মাসেই দিল্লি আসার কথা ছিল ওর। খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ৮ নভেম্বর সকালে মুম্বাইয়ে মারা যান নীতিন। বর্তমানে নীতিনের পরিবারের সঙ্গে মুম্বাইয়ে রয়েছেন কুলদীপ। শিগগিরই মরদেহ নেওয়া হবে দিল্লিতে।