‘ক্রাইম পেট্রোল’ অভিনেতা নীতিনের রহস্যজনক মৃত্যু!

0
82
Crime petrol actor Nitin Chauhan found dead in Mumbai newshunter24 news hunter

ভারতীয় টেলিভিশনের অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমে নীতিনের মৃত্যুর খবর নিশ্চিত করে তার বন্ধু কুলদীপ বলেন, নীতিনের বাবা ও বোনের ফোনে সকালেই মৃত্যুর বিষয়টি জানতে পারি। বাবা ও বোন নীতিনের মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছেন।

আরও পড়ুন: দেশে ফিরছেন বেবী নাজনীন

তিনি আরও বলেন, এ খবর শুনে আমি অবাক হয়েছি। কেননা আগামী মাসেই দিল্লি আসার কথা ছিল ওর। খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ৮ নভেম্বর সকালে মুম্বাইয়ে মারা যান নীতিন। বর্তমানে নীতিনের পরিবারের সঙ্গে মুম্বাইয়ে রয়েছেন কুলদীপ। শিগগিরই মরদেহ নেওয়া হবে দিল্লিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here