কুষ্টিয়া সুগারমিলের প্রায় ৫৩ মেট্রিকটন চিনির হদিস পাওয়া যাচ্ছে না। মিলের গুদামে ১০০ টনের ওপরে চিনি মজুদ থাকলেও এখন প্রায় অর্ধেকটার সন্ধান মিলছে না।
এ ঘটনায় গুদাম কর্মকর্তা ফরিদুল ইসলাম কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। গত মৌসুমে উৎপাদনবন্ধ থাকা কুষ্টিয়া সুগারমিলের গুদামে ১১০ টন মত চিনিমজুদ ছিল।
বৃহস্পতিবার মিলের কর্মকর্তারা স্টক রেজিষ্টারের সঙ্গে মজুদ চিনির পরিমান মেলাতে গিয়ে দেখতে পান সেখানে প্রায় ৫৩ টন চিনি কম আছে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে সুগারমিল প্রশাসনে।
এনএইচ২৪/জেএস/২০২১