মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন সেমিবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৯৭ শতাংশ।
অন্যদিকে, সরকারের ঘোষিত চলমান লকডাউনে গণপরিবহন, কল-কারখানা হোটেল, রেস্তোরা শপিংমল পর্যটন কেন্দ্রগুলো বন্ধ আছে।তবে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও কাঁচাবাজারগুলোতে অব্যাহত রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। কোনভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না সাধারণ মানুষ।